করোনায় আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি হওয়ার কথা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নিজেই দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালে ভর্তি থাকলেও আমার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মানসিকভাবেও সবল আছি। চিকিৎসকের পরামর্শ মতো আছি।’
নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা। ‘একাত্তরের যীশু’ সিনেমা দিয়ে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন। তার সর্বশেষ সিনেমা ‘আলফা’ ২০১৯ সালে মুক্তি পেয়েছে। তার পরিচালনায় গেরিলা ছবিটি অনেক শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।