করোনার আঘাত থেকে মুক্ত থাকল না হলিউডও। ইউরোপ থেকে আমেরিকায় যাওয়া বন্ধের সংবাদের সঙ্গে এলো অস্কারবিজয়ী অভিনেতা টম হ্যাঙ্কস আক্রান্ত হওয়ার সংবাদ। শুধু টম নন তার স্ত্রী রিটা উইলসনও করোনায় আক্রান্ত।
‘ফরেস্ট গাম্প’-খ্যাত এই অভিনেতা ও তার স্ত্রীকে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে গোল্ড কোস্ট এলাকায় একটি হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে।
দেশটির কুইন্সল্যান্ড রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা টম ও রিটার করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ইনস্ট্রাগ্রামে টম লিখেছেন, ‘হ্যালো বন্ধুরা, রিটা তা আমি অস্ট্রেলিয়ায় আছি। আমরা ক্লান্ত। আমাদের ঠাণ্ডা লেগেছে। শরীর ব্যথা করছে।’
করোনায় আক্রান্ত হওয়ার সংবাদটিও তিনি ইনস্ট্রাগ্রামে লিখেছেন। ‘আমরা করোনা পরীক্ষা করেছি। আমাদের করোনা ধরা পড়েছে।’