টানা বৃষ্টিতে নদীর পানি বেড়ে কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিরাজগঞ্জে বৃষ্টির কারণে আবারো বাড়তে শুরু করেছে পানি। জেলার ৬ উপজেলার ৩৫ ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পরেছে। পাশাপাশি শুরু হয়েছে নদী ভাঙন।
এছাড়া মাদারীপুরে পদ্মা, আড়িয়াল খাঁসহ কয়েকটি নদীর পানি বেড়ে পানি বন্দী হয়ে পড়েছে ১২ হাজার পরিবার। এতে দুর্ভোগে পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
শরীয়তপুরে বিপদসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে পদ্মার পানি। ঢাকা-শরীয়তপুর সড়কের ১৫ টি স্থান তলিয়ে যাওয়ায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
শেরপুরে আবারও বেড়েছে পাহাড়ি ঢল। নতুন করে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম। সুনামগঞ্জে ও সিলেটে টানা বৃষ্টিতে বেড়েছে পাহাড়ি ঢল।