অনলাইন ডেস্ক ঃ এপি বা এসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধিন একটি সমবায় প্রতিষ্ঠান। আমেরিকার বাইরের অনেক সংবাদ পত্রিকা ও টেলিভিশন সম্প্রচার কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপি র সংগৃহিত তথ্য ব্যবহার করে ।
এবং এটির ১৫,০০০ সংবাদপত্র, টেলিভিশন ও রেডিও ক্লায়েন্ট আছে সারা পৃথিবী জুড়ে। আল জাজিরা আমাদের ক্লায়েন্ট, নিউইয়র্ক টাইমসও ক্লায়েন্ট। এপি-র কোন মালিক নেই, এটি একটি সমবায় প্রতিষ্ঠান, আমেরিকার সরকারের সাথে এপি-র কোন সম্পর্ক নাই। আমার মতো পৃথিবী জুড়ে প্রায় ৫০০০ সাংবাদিক ও কর্মকর্তা আছেন সংস্থাটির।